বাংলারজমিন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -কামরান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:১৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় চার দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সবাই প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজ আলোকচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও বিটিভির সিলেট ব্যুরো আজিজ আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়রসহ সভাপতি মো. দুলাল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যকর সদস্য আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে রাব্বী, আনিস মাহমুদ, শাহিন আহমদ, সদস্য নজমুল কবির পাবেল, আনিস রহমান, জাবেদ আহমদ, বিলকিস আক্তার সুমি, সুব্রত দাস, আব্দুল মুমিন ইমরান, ইদ্রিছ আলী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status