দেশ বিদেশ

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক মমতার

মানবজমিন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৪০ পূর্বাহ্ন

নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এর বিরুদ্ধে আগামী ১৬ই ডিসেম্বর গণ আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সেখান থেকে দেয়া হবে এনআরসি বিরোধী ডাকও। এতে তিনি পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক দল ও সংগঠনকে বিজেপি’র বিরুদ্ধে এই মিছিলে আহ্বান জানিয়েছেন। আগামী সোমবারের ওই গণ আন্দোলনের সূচনার ঘোষণা দেয়া হয়েছে জোড়াসাঁকো এলাকা থেকে। এর পরদিন মঙ্গলবার এই মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতা থেকে। বুধবার রাজ্যের জেলাগুলোতে হবে এই মিছিল। এদিকে, ২০শে ডিসেম্বর এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, শুরু থেকেই এনআরসি’র বিরোধিতা করছে তৃণমূল সরকার, আগামী দিনেও তা করবে। এদিন ফের একবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না তিনি। রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, যেমন শান্তিতে আছেন তেমনই থাকবেন। স্বাধীনতা আন্দোলন করে যে অধিকার পাওয়া গিয়েছে তা বজায় থাকবে। তিনি আরো বলেন, দেশরক্ষা করতে যদি আরেকটা স্বাধীনতা আন্দোলন করতে হয় তা তিনি করবেন। এরপরই তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আগামী ১৭ তারিখ দিল্লি সফর বাতিল করছেন। তিনি মানুষের পাশে থাকতে চান, তাই দিল্লি যাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এপার বাংলার সম্পর্ক ভালো। তিনি একেবারেই মৌলবাদী নন।
ক্যাব’র জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে জাপানের প্রধানমন্ত্রীও নিজের সফর বালিত করেছেন।
একই সঙ্গে এদিন উত্তর-পূর্ব ভারত তথা অসমের পরিস্থিতি নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করেন মমতা। এদিন সেই একই ভাবে বিজেপি’র দিকে আক্রমণ করে মমতা বলেন, বিজেপি কোটি কোটি টাকা খরচ করে এই সব করছে, যার কোনো মূল্য নেই। তৃণমূল নেত্রীর সাফ কথা তিনি জেলে যেতে রাজি, কিন্তু ক্যাব, এনআরসি মেনে দেশকে খণ্ডিত করতে দেবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status