দেশ বিদেশ

বিএনপি নেতাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

আইনমন্ত্রী এড.আনিসুল হক বলেছেন, বিএনপি’র নেতারা এই দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা নেই, এটা তাদের কাজকর্ম ও কথাবার্তায় বুঝিয়েছেন। তাদের বিপক্ষে কোন আদেশ ও রায় গেলে তারা এইটা মানি না, ওইটা মানি না ও এটা ঠিক না, ওই ঠিক না বলেন। তারা নিজেদের কয়েকটা সমর্থক নিয়ে নিজেদের গদি ঠিক রাখার জন্য এসব কথাবার্তা বলছেন। গতকাল সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগনেতা মো. আল আমিন মোল্লা, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়া হোসেন নয়ন প্রমুখ। পরে মন্ত্রী আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সলুই খাল খনন শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করেন। আইনমন্ত্রী আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। কিন্ত বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির দোষররা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র ও ভিক্ষুকের রাষ্ট্রের পরিণত করার চেষ্টা করে ছিলেন। বিএনপি-জামায়াত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লুটপাটের ধ্বংস্তুপ থেকে সারা বিশ্বের ৫টি উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশে নাম ওঠে এসেছে। মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাত বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের আইনজীবীদের বক্তৃতা শুনে ও ডাক্তারী রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তিনি তেমন কোন গুরুতর অসুস্থ নন। এই কারণে তাকে জামিন দেয়নি। জামায়াতের নবনির্বাচিত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে ভয়ংকর পরিস্থিতির আশংকা করছেন এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, উনি চাচ্ছেন বাংলাদেশে একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্ত ওই পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ বিএনপি ও জামায়াতের দুর্শাসনের কথা তাদের মনে আছে। জনগণ ওই জায়গায় ফিরে যেতে চান না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status