বাংলারজমিন

জৈন্তাপুর ফায়ার সার্ভিসকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি

মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর (সিলেট) থেকে ফিরে

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটের  জৈন্তাপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে জনস্বার্থে দ্রুত দ্বিতীয় শ্রেণির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে। প্রকৃতিকন্যা সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে অগ্নিকাণ্ডে জানমালের নিরাপত্তা বিধানে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জৈন্তাপুর উপজেলা সদরের অদূরে চাঙ্গিল এলাকায় স্থাপিত হয় এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। ২০১৬ সালের ২১শে জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সি শ্রেণির এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরজমিন পরিদর্শনে জানা যায়, জৈন্তাপুরসহ আশপাশের উপজেলার অগ্নি নির্বাপণ সেবায় যাত্রা শুরুর পর থেকেই লোকবল সংকট আর সেকেন্ড কলের পানিবাহী যানবাহন ও ইকুপমেন্ট স্বল্পতায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। এদত সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাসহ সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের পাশাপাশি আশপাশের দুটি উপজেলার অগ্নিকাণ্ডের ঘটনায় জানমাল রক্ষা, পাহাড় ধস, পানিতে ডুবে সাঁতার না জানা পর্যটক মৃত্যুর ঘটনায় নিরলসভাবে কাজ করে আসছে। জৈন্তাপুর উপজেলা ছাড়াও গোয়াইনঘাট এবং কানাইঘাটের নিকটবর্তী উপজেলা হওয়াতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ ফায়ার স্টেশনই সবার আগে অগ্নি নির্বাপণে ছুটে যায়। জাফলং, বিছনাকান্দিসহ আশপাশের পর্যটনস্পট সমূহে প্রতি বছর সাঁতার না জানা পর্যটকের মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধারেও ফায়ার সার্ভিস কর্মীরা মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। সরজমিন আরো জানা যায় যে, জৈন্তাপুর উপজেলায়  ১টি গ্যাস ফিল্ড ও ৯টি গ্যাস কূপের অবস্থান রয়েছে। এ ছাড়াও জৈন্তাপুর ও পার্শ্ববর্তী গোইনঘাটে উপজেলায় অগণিত পাহাড়, টিলাও রয়েছে। বর্ষা মৌসুমে প্রতি বছর অত্রাঞ্চলে পাহাড় ধস সৃষ্টকারী প্রাকৃতিক বিপর্যয় জনিত জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সরজমিন এ ব্যাপারে কথা হয় এলাকার সচেতন মহলের সঙ্গে। জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধাপক ও জৈন্তাপুর বাজারস্থ মৌরি কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. খায়রুল ইসলাম জানান, জৈন্তাপুরের পাশাপাশি গোয়াইনঘাট, কানাইঘাটের বিভিন্ন স্থানের অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি জীবিত মানুষজনকে উদ্ধার ও অগ্নি নির্বাপণের কাজে জৈন্তাপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ভূমিকা পালন করে আসছে। সাধারণ অগ্নিকাণ্ড নির্বাপণ ছাড়াও জাফলং, বিছনাকান্দির, লালাখালসহ অত্রাঞ্চলের বেশকটি পর্যটন স্পটেও সাঁতার না জানা পর্যটকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও লাশ উদ্ধার তৎপরতায়ও এই স্টেশন কাজ করে থাকে। জৈন্তাপুর উপজেলায় সরকারের একাধিক গ্যাসকূপ ও গ্যাস ফিল্ড রয়েছে। এগুলোর অগ্নি নিরাপত্তা জোরদারে আরো বেশি লোকবল নিয়োগ, সেকেন্ড কলের গাড়ি, যান্ত্রিক সুবিধা প্রদানসহ ফায়ার সার্ভিস স্টেশনটিকে সি-শ্রেণি থেকে আধুনিকায়ন করে বি-শ্রেণিতে উন্নীত করা সময়ের দাবি। অত্রাঞ্চলের জনসাধারণের জানমাল রক্ষায় আমি এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির কৃপাদৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে কথা হলে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ ফারুক হোসেন জানান, এখানকার মোট লোকবলের ১৬টি পদের বিপরীতে এখানে কর্মরত আছেন ১১ জন। তার মধ্যে ৯ জন ফায়ারম্যানের স্থলে কর্মরত আছেন ৮ জন, ১ জন ফায়ারম্যান দীর্ঘদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। স্টেশন অফিসার পদ শূন্য, সেখানে আছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার, লিডার ১ জনের পদে শূন্যতা না থাকলেও ড্রাইভার পদের ২ জনের স্থলে এখানে একজন এবং কর্তৃপক্ষের নির্দেশে ১ জন ড্রাইভার অন্যত্র কর্মরত আছেন। সেকেন্ড কলের গাড়ি না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা অসুবিধা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, এ ব্যাপারে কর্তৃপক্ষই ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম জানান, জননিরাপত্তার স্বার্থে ইতিপূর্বে আমাদের এখানকার এমপি ও সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রীর প্রচেষ্টায় জৈন্তাপুরে সি ক্যাটাগরির ১টি ফায়ার সার্ভিস ইউনিট যাত্রা শুরু করেছে। জনস্বার্থে এ ইউনিট অগ্নি নির্বাপণসহ অত্রাঞ্চলের সামাজিক দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণ, স্থাপনা বিবেচনায় ও প্রয়োজনের স্বার্থে  এখানকার ফায়ার সার্ভিস ইউনিটকে ২য় শ্রেণিতে উন্নীতকরণের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status