বাংলারজমিন

শ্রমিকদের বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা নির্ধারণসহ ৪ দফা দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

নারী-পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে শ্রমিকদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ, নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি নিশ্চিত করা, সকল মিল কারখানায় নারী শ্রমিকদের পৃথক শৌচাগার স্থাপন এবং নারী শ্রমিকদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য  সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বীর)। গতকাল নারায়ণগঞ্জের আলম’স চাইনিজে এনসিবি’র অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক কংগ্রেস’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ আহ্বান জানান। কাজী ছাব্বীর অভিযোগ করে বলেন, সরকারের নিয়মনীতি অমান্য করে মালিকগণ বিভিন্নভাবে শ্রমিকদের ঠকাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি ছুটির দিনেও ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদেরকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। শ্রমিক কংগ্রেস’র সভাপতি জিএসএম সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিবি’র প্রেসিডিয়াম সদস্য- ইঞ্জি: মো. আনোয়ার পারভেজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঈসা মোহাম্মদ সবুজ (ইসহাক), শ্রম বিষয়ক সম্পদক বজলুর রহমান, শ্রমিক কংগ্রেস’র সেক্রেটারি আব্দুর রহিম (তারা মিয়া), যুব কংগ্রেস এর সভাপতি- মহিন আহমেদ, ছাত্র কংগ্রেস এর সভাপতি- মবিন হাসান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status