বিনোদন

নতুন খবর জানালেন মান্‌নু-শান্তু

স্টাফ রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

নির্মাতা সাইফুল ইসলাম মান্‌নু বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশুনা করছেন। তবে আমেরিকা যাওয়ার আগে ‘পুত্র’ সিনেমা নির্মাণ করেছিলেন তিনি। সমপ্রতি তার পরিচালিত এ চলচ্চিত্রটি ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি মোট ১১ টি শাখায় জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সহধর্মিণী সাদিয়া শবনম শান্তু এ সিনেমার শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বিভাগে পুরস্কার পেয়েছেন। দু’জনই রাষ্ট্রীয় এই পুরস্কার নেয়ার জন্য আমেরিকা থেকে দেশে এসেছেন। পুরস্কার হাতে নেয়ার পর নতুন কাজের খবরও জানালেন তারা। সাইফুল ইসলাম মান্‌নু বলেন, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ‘পুত্র’ সিনেমায় পুরস্কার পেয়েছি। আমার পরিচালিত এ ছবিটি সর্বোচ্চ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরো বেশি দায়ীত্বশীল করে তোলে। শুধুমাত্র জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগের জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমেরিকা চলে গেলেও শিল্পাঙ্গন ছাড়িনি। বরং শিল্পের বিশ্ববাজারে হাঁটার চেষ্টা করছি। নতুন কিছু শেখার ও জানার চেষ্টা করছি। ওখানের একটি ইউনিভার্সিটিতে পড়াশুনা করছি। শিক্ষা আর বাস্তবিক জ্ঞানের সমন্বয়ে শিল্প নতুন মাত্রা পায়। টিচারদের কথা বাদই দিলাম, আমার দুইজন ক্লাসমেট খুব ভালো বন্ধু নাথান গ্যাগেন এবং শেথ হ্যারিংটন এবার অ্যামি এওয়ার্ড পেলো। এখন আমার জন্য স্বপ্ন দেখাটা সহজ হলো। আমার ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান টম গ্যারেট আমাকে সরাসরি গাইড করছেন। ওনার মতো একজন মানুষের গাইডেন্স আমার জন্য আশীর্বাদ স্বরূপ। তিন বন্ধু মিলে গল্প রেডি করছি। এর নাম ‘বাসর রাত’। আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে শুটিং করার ইচ্ছা রয়েছে। এ সিরিজের পাশাপাশি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। মাননুর সহধর্মিণী শান্তু বলেন, আজকের অনেক সুপ্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী যাদের অনেকেরই শুরু এবং খ্যাতির শীর্ষে পৌঁছাতে রয়েছে সাইফুল ইসলাম মান্‌নুর বিশেষ ভুমিকা। আর এ পুরস্কার আমার জন্য বিশেষ প্রাপ্তি। আমার কাজের স্বীকৃতি হিসেবে এতদিন দর্শকের প্রশংসা পেলেও এবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে বেশি ভালো লাগছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status