বাংলারজমিন

ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ফেজ-৩ উদ্বোধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

চিলমারী উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলার চিলমারী উপজেলধীন রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর সংরক্ষণ প্রকল্প ফেজ-৩ এর কাজের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এম পি। গতকাল বিকালে জোড়গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিরক্ষা প্রকল্পের ৩ নং ফেজের ৬৬.৪৪০ কিলোমিটার হতে ৬৭.০৪০ কিলোমিটার পর্যন্ত মোট ৬০০ মিটার এলাকার তীর সংরক্ষণ প্রকল্প কাজের ভিত্তি স্থাপন করেন। প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৩ লক্ষ টাকা প্রায়। আগামী ৩১শে মে ২০২১ইং তারিখে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডানতীর বরাবর উল্লিখিত কার্য এলাকায় ১ লাখ ৮ হাজার ১৭৩ টি জিও ব্যাগ ফেলা হবে এবং সিসি ব্লক দিয়ে ডাম্পিং করা হবে। আনুষ্ঠানিক ভাবে ফলক উদ্বোধনের পর নদীর তীরে তৈরী মঞ্চে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন, বাপাউবো, রংপুর প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মো. আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্‌, উপজেলা পরিষেদ ভাইস চেয়ারম্যান চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status