বাংলারজমিন

সিলেটে বিএনপি, যুবদল ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি, যুবদল, ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদে সিলেটের সুরমা পয়েন্টে বিএনপি’র বিক্ষোভ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানার এসআই অঞ্জন কুমার দাশ বাদী হয়ে রাতে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুুল কাহের শামীম, সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ, বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল সহ সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পুলিশ দাবি করেছে- জননিরাপত্তা বিপন্ন করার জন্য আসামিরা বিস্ফোরণ ঘটিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- রাসেল আহমদ, আলী বাহার, দেবাশীষ দাশ গুপ্ত, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, যুগ্ন সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অলিউর রহমান, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান বুদুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,  মহানগর ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ আহমদ, মহানগর ছাত্রদল সেক্রেটারী ফজলে রাব্বী আহসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল নেতা কালা জামাল, বিএনপি নেতা আবুল কাশেম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল ইবনে রাজা, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগরের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, যুবদল নেতা কয়েস আহমদ, সাইদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, যুবদল নেতা লিটন আহমদ, মাহবুবুল আলম সৌরভ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন টিটু, আশরাফ উদ্দিন রুবেল, যুবদল নেতা অলি চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status