খেলা

আম্পায়ার আলিম দারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটি আগেই নিজের করে নেন আলিম দার। এবার টেস্টে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন তিনি। ২০ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ১২৮ ম্যাচে দায়িত্ব পালন করেন স্টিভ বাকনার। ১৭ বছরের ক্যারিয়ারেই বাকনারকে ছাড়িয়ে গেলেন আলিম। গতকাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার দিবারাত্রির টেস্টের মধ্য দিয়ে নিজের ১২৯তম ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
৫১ বছর বয়সী আলিম দার ২০০৯-১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। তবে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ‘বিতর্কিত নো’ বল ডাকেন তিনি। এরপর বাংলাদেশের দর্শকদের কাছে শ্রদ্ধার জায়গা হারান আলিম দার।
২০০০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ওয়ানডেতে ২০৭ এবং টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে আম্পায়ারিং করেছেন এই পাকিস্তানি। সবমিলিয়ে ৩৮২ ম্যাচ আম্পায়ারিং করে তালিকায় শীর্ষে আছেন তিনি। এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার রুডি কুর্টজেন (৩৩১), ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার (৩০৯), নিউজিল্যান্ডের বিলি বাউডেন (৩০৮) ও অস্ট্রেলিয়ার সাইমন টফেল (২৮২)।
সর্বাধিক টেস্টে আম্পায়ারিং
১. আলিম দার (পাকিস্তান) - ১২৯ ম্যাচ
২. স্টিভ বাকনার (ওয়েস্ট ইন্ডিজ) - ১২৮ ম্যাচ
৩. রুডি কুর্টজেন (দক্ষিণ আফ্রিকা) - ১০৮ ম্যাচ
৪. ড্যারেল হার্পার (অস্ট্রেলিয়া) - ৯৫ ম্যাচ
৫. ডেভিড শেফার্ড (ইংল্যান্ড) - ৯২ ম্যাচ
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status