বিশ্বজমিন

নাইজারে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭৩

মানবজমিন ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৫:০৪ পূর্বাহ্ন

আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় এক সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ৭৩ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। বুধবার তিলাবেরি অঞ্চলের ইনেটস শহরে এই হামলা হয়। এখনো পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নাইজারের পশ্চিমাঞ্চলে অসংখ্য বিদেশি ও আঞ্চলিক সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও সেখানে ব্যাপক তৎপর আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এর মতো জঙ্গি দলগুলো। এছাড়া একাধিক বিদ্রোহ দলও তৎপর সেখানে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসসৌফৌ কাতাম্বে বলেন, বুধবারের ইনেটসে মালি সংলগ্ন সীমান্তে কয়েকশ’ জঙ্গির সঙ্গে সেনাদের তীব্র লড়াই হয়েছে। হামলার সময় বহু সন্ত্রাসীও নিহত হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নাইজারে বিদ্রোহীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সশস্ত্র দল ব্যাপক অঞ্চলজুড়ে বিস্তার লাভ করছে। সেসব দলের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী। সশস্ত্র জঙ্গি ও বিদ্রোহী বাহিনী মোকাবিলায় প্রায় দুই বছর আগে নাইজার সরকার জরুরি অবস্থা জারি করে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মালি সংলগ্ন এলাকায় আইএস সংশ্লিষ্ট দলগুলোর হামলার হার বৃদ্ধি পেয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status