অনলাইন

‘ন্যায় বিচার পাইনি’

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ২:২৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার হলে অবশ্যই আমরা জামিন পেতাম। আপিলে বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, জামিন না দেয়ার কোনো যুক্তি ছিলো না। আমরা আদালতকে বলেছি, আমাদের দেশের রাজনীতি হচ্ছে এমন, কেউ যদি রাজনীতির কারণে জেলে যায় সে তখন সবচাইতে খারাপ এবং এই একই কারণে কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি জেনে যায় তখন সে অনেক ভালো লোক ছিলো বলে মনে করি।  

তিনি বলেন, আমরা বলেছি- খালেদা জিয়ার ৭ বছরের সাজা হয়েছে। তার মধ্যে দেড় বছর পার হয়েছে। তিনি একজন বয়স্ক মহিলা, অসুস্থ্য- এই অবস্থায় জামিন চেয়েছিলাম।

আদালত কি বলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি মেডিকেল রিপোর্টে যা বলা হয়েছে সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে বলেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status