খেলা

জেসুসের হ্যাটট্রিকের দিনে ম্যানসিটির সঙ্গী আটালান্টা

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১:৩৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লীগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত হ্যাটট্রিকে দিনামো জাগরেবের মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে নক আউটে জায়গা করে নেয় পেপ গার্দিওলার দল। এদিন গ্রুপ থেকে তাদের সঙ্গী হিসেবে নক আউটে উঠলো ইতালিয়ান ক্লাব আটালান্টা। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম তিন ম্যাচে হারের পরও নকআউট পর্বে উঠল আটালান্টা। বুধবার নিজেদের শেষ ম্যাচে ম্যানসিটি ৪-১ গোলে জিতেছে দিনামো জাগরেবের বিপক্ষে। জেসুস ছাড়া অন্য গোলটি করেন তরুণ মিডফিল্ডার ফিল ফোডেন। একই সময়ে শুরু হওয়া ম্যাচে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে আটালান্টা। ‘সি’ গ্রুপের শীর্ষ দল ম্যানসিটির পয়েন্ট ১৪। আর আটালান্টার পয়েন্ট ৭। তৃতীয় ও চতুর্থ হওয়া শাখতার দোনেৎস্ক এবং দিনামো জাগরেবের পয়েন্ট ৬ ও ৫।

ম্যানচেস্টার ডার্বিতে খেলা একাদশের তিন জনকে রেখে এই ম্যাচে একাদশ সাজান সিটি কোচ। প্রথম লেগে নিজেদের মাঠে ক্রোয়েশিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছিল সিটি। এদিন ম্যাচের দশম মিনিটে গোল হজম করে বসে। স্বাগতিকদের এগিয়ে নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। ৩৪তম মিনিটে স্কোরলাইনে সমতা আনেন জেসুস। ৫০তম মিনিটে নিজের জোড়া গোলে সিটিকে এগিয়ে দেন জেসুস। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। আর সিটিও এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ফোডেন।
শাখতারের মাঠে আটালান্টার টিমোথি কাসানে ৬৬তম মিনিটে এগিয়ে দেয় ইতালিয়ান ক্লাবটিকে। এরপরে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিও পাসালিচ। আর ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রবিন গোজেন্সের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status