দেশ বিদেশ

খালেদা জিয়াকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডায়াবেটিস, আর্থাইটিসসহ অন্যান্য যেসব রোগ রয়েছে তা পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে বর্তমানে সে সব রোগ নিয়ন্ত্রণে রয়েছে। খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে বিএনপি এখন আন্দোলনে রয়েছে। কিন্তু তাদের আন্দোলনে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। তাই তাদের আন্দোলন সফল হচ্ছে না। তিনি বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়ার বিষয়ে কখনও সরকার হস্তক্ষেপ করেনি। তার জামিনের ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়েও তিনি সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তাকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। গতকাল বুধবার দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্‌ফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) প্রমুখ।
বিকালে মন্ত্রী মেলান্দহ উপজেলার বেতমারী মারকাযুল উলুমিল ইসলামিয়া লিল বানাত (মহিলা মাদ্রাসা) আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status