দেশ বিদেশ

যৌন হয়রানির সময় তরুণীর চিৎকার চলন্ত বাস থেকে লাফ দিতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

চলন্ত বাসে সিটের ফাঁক দিয়ে দুই বোনকে যৌন হয়রানি করছিল পেছনের সিটে বসা ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক। এ সময় এক বোন চিৎকার শুরু করলে বাসের অন্য যাত্রীরা তাকে ধরে পুলিশে দেয়ার চেষ্টা করে। আর পুলিশের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে পেছন থেকে আসা অন্য বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া থানার অংশে এই ঘটনা ঘটে। ঘটনায় বাসের সহকারী মো. আজিজুর রহমান সাকিব, দুই বোন ও তাদের এক বোনের ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে বাকলিয়া থানা পুলিশ। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিন। তিনি বলেন, বাসের সহকারী আজিজসহ আটক চারজনের বক্তব্য নিয়েছি আমরা। চারজনের বক্তব্যই প্রায় অভিন্ন। তারা জানিয়েছেন, দুই বোন ও এক বোনের ছেলে পটিয়া থেকে শহরের বাসে ওঠেন। দুই বোনের সামনের আসনে ছেলে বসেন এবং পেছনের সিটে ছিলেন ইসমাইল। ইসমাইল বারবার পেছন থেকে সামনের সিটের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে দুই বোনের গায়ে হাত দিচ্ছিলেন। তারা বিষয়টি সামনের সিটে বসা বোনের ছেলেকে জানান এবং এক বোন চিৎকার শুরু করেন। এ সময় হট্টগোল শুরু হয়। কেউ কেউ ৯৯৯-এ ফোন দেয়ার কথা বলেন। কয়েকজন গিয়ে ইসমাইলকে ধরে ফেলেন। কিন্তু ইসমাইল পালাতে গিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন। চালকের সহকারী আজিজের বক্তব্য হচ্ছে তিনি দরজার কাছে ছিলেন। বাস যখন সেতুর উপরে ওঠে, হঠাৎ ইসমাইল দ্রুত এসে দরজা দিয়ে লাফ দেন। এসময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আটক চারজনের বক্তব্য এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের কথার মধ্যে মিল পাওয়া গেছে। তবে আমরা তদন্ত করে দেখছি তাকে বাস থেকে ধাক্কা দেয়া হয়েছে কিনা। মৃতের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। মৃত ইসমাইল (২৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ডলু গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে শনাক্ত করেছেন বাস যাত্রীরা। বাকলিয়া থানার এসআই কারিমুজ্জামান জানান, ইসমাইল সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ড্রিম রি রোলিং নামে একটি কারখানায় কাজ করেন। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status