দেশ বিদেশ

বনানীতে মাটিচাপা দেয়া চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

ঢাকার বনানী থেকে মাটি চাপা দেয়া এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গাউজিয়ান হুই (৪৭)। গতকাল বনানীর ২৩নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পাশের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক ও সিকিউরিটি গার্ডসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি একাই ১০ তলা বাড়ির ষষ্ঠ তলায় থাকতেন। বাড়ির মালিক একজন আইনজীবী। মাঝেমধ্যে তার পরিবারের সদস্যরা চীন থেকে এসে তার সঙ্গে থাকতেন। কিছুদিন থাকার পর আবার চলেও যেতেন। সর্বশেষ বিশ দিন আগে তার পরিবারের সদস্যরা চীনে ফিরেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকাল চারটার দিকে গাউজিয়ান হুই বাসায় ফিরেন। গতকাল বাড়ির কাজের লোকজন ভবনের পাশের খোলা স্থানে কাজ করার সময় মাটির নিচে চাপা দেয়া মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চীনা দূতাবাস ও সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়। পরে তাদের উপস্থিতিতে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় মাটি চাপা দেয়া অবস্থায় গাউজিয়ান হুইয়ের মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, উদ্ধারের সময় মরদেহের চুল ও পা মাটির বাইরে ছিল। পরণে ছিল টাউজার। তার কান ও মুখে রক্তের দাগ ছিল। গলায় দাগ রয়েছে। ফ্ল্যাটের মুল দরজা খোলা ছিল এবং ভেতরের একটি কক্ষে জুতার ওপরে রক্তের দাগ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। সূত্র জানিয়েছে, গাউজিয়ান হুই স্ত্রী ছাড়াও দুই ছেলে মেয়ে আছেন। কয়েকমাস আগে তিনি চীন থেকে ফিরেছেন। গত এক বছরে ১৮ বার তিনি বাংলদেশ থেকে চীনে যাওয়া আসা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে কোনো দ্বন্ধের জেরে তাকে হত্যা করা হতে পারে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম বলেন, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বাড়ির ম্যানেজার বাপ্পি সিনহা জানান, এক বছর ধরে গাউজিয়ান হুই বাড়ির ষষ্ঠ তলায় থাকতেন। কিছুদিন আগে তার পরিবারের সদস্যরা চীনে চলে গেছে। গতকাল বিকালে তার সঙ্গে আমার দেখা হয়েছে। হুই বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ ব্যবসা করতেন বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status