বাংলারজমিন

মিথ্যা মামলায় বাদীর সাত দিনের জেল

রাঙ্গামাটি প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৯:১২ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে মিথ্যা মামলা দায়ের করায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম মোরশেদ খানের আদালত প্রতারক সাদ্দাম হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মনজুরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের গত ১৬ই সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া সুগার মিলের আদর্শগ্রাম এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র সাদ্দাম হোসেন বাদী হয়ে তার এলাকার স্বপন, খোকন, মাসুদ, জাকির হোসেন ও মহিনের বিরুদ্ধে টাকা চুরির মামলা দায়ের করে। মঙ্গলবার অভিযোগ শুনানির এক পর্যায়ে বাদীর আচরণ সন্দেহজনক মনে হয়। এক পর্যায়ে নানামুখী মিথ্যাচার ও মামলাটি অস্বাভাবিক প্রকৃতির লক্ষ্য করায় এবং অভিযোগটি কোনো যুক্তিতেই বিশ্বাসযোগ্য পর্যায়ের না হওয়ায় মামলার সকল আসামিকে অব্যাহতি দিয়ে মিথ্যা টাকা চুরির মামলা দায়ের করায় বাদী মো. সাদ্দাম হোসেনকে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ২৫০ (২) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম মোরশেদ খানের আদালতের বিচক্ষণতায় একটি হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিবাদীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status