ভারত

নাগরিক সংশোধনী বিল এনআরসিরই অন্য পিঠ: মমতা

কলকাতা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:২২ পূর্বাহ্ন

বিরোধীদের তুমুল প্রতিবাদের মুখে সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) পেশ হয়েছে। আর ঠিক সেই দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বিরুদ্ধে ফের বিভাজনের অভিযোগ তুলেছেন। সাস্প্রতিক উপনির্বাচনে বিজেপির হাত থেকে কেড়ে নেওয়া খড়গপুর কেন্দ্রের মানুষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
ক্যাব নিয়ে মমতা বলেন, সোমবার যে বিলটি (ক্যাব) সংসদে পেশ হয়েছে, তা আসলে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-রই অন্য পিঠ। তার কথায়, ক্যাব বলুন আর এনআরসি বলুন, কয়েনের এপিঠ আর ওপিঠ। আমরা সবাই নাগরিক, সবাই ভোট দিই। সবারই রেশন কার্ড আছে। কারও স্কুল সার্টিফিকেট আছে, কারও কাজ করার সার্টিফিকেট আছে, কারও জমির পাট্টা আছে। কিছু না কিছু তো আছে। তা হলে আবার নাগরিকত্ব নিয়ে কিসের প্রশ্ন?
অন্যদিকে খড়গপুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন,এনআরসি হতে দেবেন না। এনআরসির প্রতিবাদে সকলকে এক জোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন জোট বাঁধি। একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না। কোনও বিভাজন হবে না, নো ডিভাইড অ্যান্ড রুল।’
ক্যাব ও এনআরসি নিয়ে আক্রমণের পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে বেহাল অর্থনীতি ও কর্মসংস্থানের অভাব নিয়েও মমতা সোচ্চার হয়েছেন। আসামে এনআরসির চূড়ান্ত তালিকার প্রসঙ্গ উল্লেখ করে এ দিন মমতা বলেন, যে ১৯ লক্ষ নাম আসামের এনআরসি থেকে বাদ পড়েছে, তার মধ্যে ১৪ লক্ষ হিন্দু বাঙালি । ১ লক্ষ বিহারির নাম বাদ  পড়েছে, বহু গোর্খার নামও বাদ পড়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেছেন, আগে খাদ্য-বস্ত্র-বাসস্থান দিন। জনতাকে ভাগাভাগি করবেন না।
এদিকে, এদিন ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে এক সমাবেশে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) এবং নাগরিকত্ব সংশোধনী বিলের (ক্যাব) বিরোধিতায় সোচ্চার হয়েছেন সিপিআই নেতা কানহাইয়া কুমার, পদত্যাগী আইএএস কান্নন গোপীনাথন, সিপিআই (এম-এল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণন, ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর) প্রমুখ। এনআরসি-বিরোধী যুক্তমঞ্চের এই সমাবেশ থেকে আগামী দিনের বিস্তারিত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশের আগে সুবোধ মল্লিক স্কয়ার থেকে একটি মিছিল যায় সমাবেশ স্থলে। রাজ্যের ১২টি জেলা ঘুরে ২৫০০ কিলোমিটারেরও বেশি পথে ‘পাহাড় থেকে সাগর’ যাত্রা করে এনআরসি, এনপিআর এবং সিএবি-র বিরুদ্ধে প্রচার চালিয়েছে যুক্ত মঞ্চ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status