খেলা

বার্সার বিপক্ষে বাঁচা-মরার লড়াই ইন্টারের

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ রাতে বার্সেলোনার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে ইন্টার মিলান। গ্রুপের অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে আতিথ্য দিবে স্লাভিয়া প্রাগকে। ‘এফ’ গ্রুপে এখন পর্যন্ত শুধু বার্সেলোনার শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাতালান দলটি। অপরদিকে ইন্টার ও ডর্টমুন্ড উভয় দলের সংগ্রহ ৭ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। আর স্লাভিয়া প্রাগ ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে। ইন্টার ও ডর্টমুন্ড দুই দলই আজ শেষ ষোলো নিশ্চিত করতে মাঠে নামবে। ঘরের মাঠে ইন্টার মিলান আজ বার্সেলোনাকে হারালে শেষ ষোলোতে উঠে যাবে। আর ইন্টার যদি বার্সার বিপক্ষে ড্র করে বা হেরে যায় তাহলে ডর্টমুন্ডের ক্ষেত্রেও একই ফলাফল কামনা করতে হবে ইতালিয়ান সমর্থকদের। শেষ ষোলোতে উঠতে হলে ঘরের মাঠে আজ ডর্টমুন্ডকে জিততেই হবে। আর ইন্টারের হার অথবা ড্রয়ের কামনা করতে হবে। নতুবা হেড টু হেডে পিছিয়ে থাকার দরুণ বাদ পড়বে জার্মান এই দলটি।
সান সিরোতে বার্সেলোনার বিপক্ষে ছয় ম্যাচে মুখোমুখি হয়ে চারটিতে ড্র করেছে ইন্টার। আর দুই দলই জিতেছে একটি করে। বার্সেলোনার বিপক্ষে শেষ ১০ মুখোমুখিতে ইন্টারের জয় সেটিই। তাও ৯ বছর আগে ২০১০ সালের এপ্রিলে, ৩-১ ব্যবধানে। তবে ইন্টারের জন্য আশার বিষয়, তারা চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে কখনোই ঘরের মাঠে স্প্যানিশ কোনো দলের কাছে হারেনি। এই পর্যন্ত ১২ ম্যাচে মুখোমুখি হয়ে ৬ ম্যাচে জয় ও ৬টি ড্র করেছে। যা একটি রেকর্ডও। আর কোনো দল ঘরের মাঠে এত লম্বা সময় ধরে স্প্যানিশ কোনো দলের বিপক্ষে অপরাজিত থাকতে পারেনি। বার্সেলোনা আজ ইন্টারের বিপক্ষে জিতলে ২০১৫ সালের পর চ্যাম্পিয়ন্স লীগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জিততে পারবে। তবে স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জণ রয়েছে, বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে ইন্টারের বিপক্ষে ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন। এমনকি ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকেও বিশ্রাম দিতে পারেন। এবারের মৌসুমে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয় দুই দল। আর সেখানে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। আর ইন্টারের পক্ষে গোল করেন লাউতারো মার্টিনেজ।
কঠিন সমীকরণে চেলসির ‘এইচ’ গ্রুপ
চ্যাম্পিয়ন্স লীগে ‘এইচ’ গ্রুপের কোন দলেরই এখনো শেষ ষোলো নিশ্চিত হয়নি। গ্রুপটিতে নেদারল্যান্ডসের আয়াক্স ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভ্যালেন্সিয়া ও চেলসি। ফরাসি ক্লাব লিলে ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। শেষ ষোলো নিশ্চিত করার জন্য আজ ভ্যালেন্সিয়া মুখোমুখি হবে আয়াক্সের। আর ঘরের মাঠে চেলসির প্রতিপক্ষ লিলে। শেষ ষোলোতে যেতে হলে ড্র করলেই হবে আয়াক্সের। তবে যদি ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় আর চেলসিও জয় তুলে নেয় তাহলে বাদ পড়ে যাবে ডাচ এই ক্লাবটি। এদিকে ভ্যালেন্সিয়া ও চেলসি উভয় দল যদি ড্র করে তাহলে হেড টু হেডে পিছিয়ে থাকায় বাদ পড়ে যাবে ইংলিশ ক্লাব চেলসি। শেষ পাঁচ ম্যাচে একটি মাত্র জয় পাওয়া চেলসি ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হয়েছে একবার। তাও এবারের চ্যাম্পিয়ন্স লীগে। আর সে ম্যাচে ২-১ গোলে জয় পায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। এদিকে আয়াক্সের বিপক্ষে কখনোই জিতেনি স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া। তিন ম্যাচের মধ্যে দুটি ড্র করে দলটি। আর ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে ৩-০ গোলে পরাজিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status