এক্সক্লুসিভ

চলতি মাসে পুরনো ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে: মেয়র খোকন

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০০ পূর্বাহ্ন

চলতি মাসের শেষ সপ্তাহে পুরনো ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির ১১তম সভায় মেয়র এতথ্য জানান। পুরাণ ঢাকার সদরঘাট হয়ে ধোলাইপার স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা পর্যন্ত এ চক্রকার বাসের রুট নির্ধারণ করা হয়েছে। সাঈদ খোকন বলেন, জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিলো তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করে বাস কোম্পানিগুলোর তালিকা শেষ হবে এবং দ্রুত সময়ে বাস-বে ও টিকিট কাউন্টার নির্মাণ করা হবে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্ধারিত ২ বছর সময়ের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবো। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড: সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্‌ ইমদাদুল হক, বিআরটিসি চেয়রারম্যান এহসান এলাহী প্রমুখ।

উল্লেখ্য, ঢাকায় বর্তমানে বাস রুটর সংখ্যা ২৭৮। এসব রুটে ২৪৬টি কোম্পানির বাস চলে। রুট ও কোম্পানির আধিক্যের কারণে যাত্রী পেতে বাসগুলো অসুস্থ প্রতিযোগিতা করে। এ কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় ও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে বলে অভিমত বিশেষজ্ঞদের। ২০০৪ সালে প্রণীত কৌশলগত মহাপরিকল্পনায় (এসটিপি) ঢাকায় রুটের সংখ্যা কমিয়ে প্রতিটি রুটে একটি মাত্র কোম্পানির বাস পরিচালনার সুপারিশ করা হয়। এ সুপারিশ বাস্তবায়নে ২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হককে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুর পর এ কার্যক্রম অনেকটা থেমে যায়। পরে কমিটির আহ্বায়ক হয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। গত বছরের সেপ্টেম্বরে গঠিত এ কমিটির সিদ্ধান্তে মার্চ মাসে ধানমন্ডিতে চক্রাকার বাস সার্ভিস চালু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status