খেলা

হ্যাটট্রিকের অভিষেকে ভেঙ্গেছেন ডি স্টেফানোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ২:৪৩ পূর্বাহ্ন

লা লিগায় সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করলেন অখ্যাত এক উইঙ্গার হোয়াকিন সানচেজ। রিয়াল বেটিসের অধিনায়কের ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। আর নিজের প্রথম হ্যাটট্রিক করার পথে সানচেজ কিংবদন্তি ফুটবলার আলফ্রেড ডি স্টেফানোর রেকর্ড ভেঙ্গে দিলেন। এতদিন লা লিগায় সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার এই কিংবদন্তির। ১৯৬৪ সালে ৩৭ বছর বয়সে ম্যাচে তিন গোল করেছিলেন ২০১৪ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়া এই ফুটবলার। আর রোববার ৩৮ বছর বয়সে ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন হোয়াকিন সানচেজ।

নিজেদের মাঠে রোববার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে কীর্তিটি গড়েন হোয়াকিন। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যে তিন গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন দ্বিতীয় মেয়াদে রিয়াল বেটিসে ফেরা সানচেজ। একাদশ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ২০তম মিনিটে ইতিহাসে নাম লেখান সানচেজ। তার তিন গোলের ম্যাচে রিয়াল বেটিস ৩-২ গোলে হারায় অ্যাটলেটিকো বিলবাওকে।

ম্যাচ শেষে হোয়াকিন সানচেজ বলেন, ‘আমার জীবনের প্রথম হ্যাটট্রিক, আমার মনে হয় না এটা আর কখনো হবে। আমি জীবনে কখনো গোল স্কোরার ছিলাম না। অ্যাথলেটিকের মতো প্রতিপক্ষের বিপক্ষে তিন গোল করতে পেরে সত্যিই গর্বিত। আর আমার বয়স চিন্তা করলে, কাজটা সহজ না।’ এই মৌসুমে অবশ্য দারুণ ফর্মে আছেন সানচেজ। এ মৌসুমে এর মাঝেই ছয় গোল হয়ে গেছে বেটিস অধিনায়কের। গতবার পুরো মৌসুমে মোট ছয় গোল করতে পারেন তিনি। এমনকি ২০০৩-০৪ মৌসুমের পর ছয়ের বেশি গোল করতে পারেননি আর কোনো আসরে। গতকাল চলতি মৌসুমের সপ্তম গোলের দেখাও পেয়ে যেতে পারতেন সানচেজ। কোচ রুবি সেটা নিয়ে বলেন, ‘দুঃখজনক যে ও চতুর্থ গোলটা হাতছাড়া করল। ওটাই ছিল গোলের সবচেয়ে সহজ সুযোগ। সানচেজ দেখিয়ে দিচ্ছে বয়স যাই হোক না কেন সে এখনো দুর্দান্ত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status