দেশ বিদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরল বন্দিবিনিময়

মানবজমিন ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

নিজেদের মধ্যে বন্দিবিনিময় করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রামপ ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের সঙ্গে দেশটির সমপর্ক ক্রমাগত খারাপ হয়েছে। এরইমধ্যে শনিবার দু‘দেশের মধ্যে বিরল এ সমঝোতাটি বাস্তবায়িত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ইরানের তরফ থেকে ছেড়ে দেয়া হয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হওয়া এক মার্কিন নাগরিককে। শিউয়ে ওয়াং নামের ওই মার্কিন নাগরিক ৩ মাস ধরে ইরানে আটক রয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিয়েছে ইরানের মাসুদ সোলেইমানিকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের বিরুদ্ধে থাকা মার্কিন নিষেধাজ্ঞার নিয়ম ভঙ্গ করেছেন।
যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াংয়ের মুক্তি ইরানে বন্দি থাকা অন্য মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার দ্বার খুলে দিলো। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে যে, তারা আরো কিছু বলতে চায় আমাদের। ওয়াং সমপূর্ণ সুস্থ রয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
এই বন্দিবিনিময়ে মধ্যস্থতা করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ জুরিখে সোলেইমানির সঙ্গে দেখা করেছেন। ট্রামপ টুইটারে এ উদ্যোগের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বন্দিবিনিময়টি ছিল সমপূর্ণ ভারসাম্যপূর্ণ দরকষাকষির ফল। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো একটি চুক্তি করলো। এর আগে তিনি আরেক টুইটে সুইজারল্যান্ডের সরকারকেও ধন্যবাদ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status