বাংলারজমিন

চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় অহিদুল আলম নামে ওই যাত্রীকে আটক করা হয়। রোববার সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযানে এসব স্বর্ণের বার ও সিগারেট ধরা পড়ে। আটক মোহাম্মদ অহিদুল আলমের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম। তিনি জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দোতলার বোর্ডিং লাউঞ্জে যাত্রীদের তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে অহিদুল আলমের কাছ  থেকে ২০টি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দ স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা। জব্দ সিগারেটের গণনা চলছে। আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রমের জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা রিয়াদুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status