বাংলারজমিন

নাসিরনগরে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:১৩ পূর্বাহ্ন

 নাসিরনগর উপজেলায় বাদ পড়া ১৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। গত রোববার দুপুরে নাসিরনগর শহীদ মিনারের সামনে বঞ্চিত মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্বজনদের অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভুক্ত করেনি নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। এদিকে বঞ্চিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অভিযোগ কিছু স্থানীয় মুক্তিযোদ্ধার অসহযোগিতা, দুর্ব্যবহার এবং তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে যাচাই-বাছাই কমিটি কোন সিদ্ধান্ত নিতে পারেনি। যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গেজেট, লাল মুক্তিবার্তার নাম্বার ও ভারতীয় তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে যাচাই-বাছাই করেন কমিটি। যাচাই-বাছাই শেষে ১৭ জনের কাউকেই প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করতে পারেননি কমিটির সদস্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status