বাংলারজমিন

নবীগঞ্জে বিএনপি’র কাউন্সিলে জিকে গউছ

বিএনপি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:০১ পূর্বাহ্ন

নবীগঞ্জে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জের পদত্যাগী মেয়র আলহাজ জিকে গউছ বলছেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র চর্চায় একটি রোলমডেল। গণতন্ত্র ও দেশ প্রেমের আদর্শিক শিক্ষাপ্রতিষ্ঠান। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে (ভারপ্রাপ্ত) সারা দেশে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল নেতাকর্মীকে নিয়ে প্রকাশ্য দিবালোকে স্বচ্ছ ব্যালট প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা কমিটির রিপোর্টের ভিত্তিতে নেতা ঘোষণা দিয়ে গণতন্ত্রকে দলীয়ভাবে হত্যা করছে। গণতন্ত্র হত্যা করে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখেছে। তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, পৃথিবীতে কোনো  স্বৈরাশাসক টিকে থাকতে পারেনি, এ সরকার ও পারবে না। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এক ব্যক্তির কথায় বিচার বিভাগ ওঠে বসে। হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে গউছ বলেন, ছোট একটি শহর হবিগঞ্জও দুর্নীতির অবাধ নৃত্য থেকে বাদ পড়েনি। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা সেই শেখ হাসিনা মেডিকেল কলেজের ১৪ কোটি টাকা ভাগযোগ করে খেয়ে ফেলেছে। শনিবার বিকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হাজী আবদুর রব। যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুল আমিন,  মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, তোফাজ্জল হোসেন, আমির হোসেন, সাবেক ইউপি খালেদ আহমদ পাঠান, মতিউর রহমান পিয়ারা, চেয়ারম্যান ছালিক মিয়া, শফিউল আলম, বয়তুল্লাহ, নুরুল গনি চৌধুরী সোহেল, আজিজুর রহমান আরজু, শেখ ছাদিকুর রহমান শিশু, আবদুল বারিক রনি, হারুনুর রশীদ হারুন, মুরাদ আহমদ প্রমুখ। সম্মেলনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে বিজয়ী হন শাহ দারা আলী, সাধারণ সম্পাদক জাকির আহমদ মুকিত, সাংগঠিনক সম্পাদক জাকির হোসেন বিজয়ী হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status