অনলাইন

খালেদার জামিন শুনানিকালে এজলাসে হট্টগোল, ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৫:৫৩ পূর্বাহ্ন

 জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোলের ঘটনা তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নিলু। রোববার রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্টার ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর এই নোটিশ পাঠানো হয়। আগামি ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
গত ৫ই ডিসেম্বর আপিল বিভাগের এক নম্বর এজলাসে হট্টগোলের ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকার প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আইনজীবী নিলু এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশ দাতা আইনজীবী রাশিদা চৌধুরী বলেন, গত ৫ই ডিসেম্বর বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার জামিন শুনানির সময় হট্টগোলের ঘটনা তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আগামি ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রিট করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
গত ৫ই ডিসেম্বও, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন দাখিলে সময় চেয়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম সময় আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে ১১ই ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন এবং ১২ই ডিসেম্বরের মধ্যে শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জামিন আবেদন করেন। একপর্যায়ে মেডিকেল রিপের্ট ৮ বা ৯ ডিসেম্বর দিতে নির্দেশনার আবেদন জানান। কিন্তু তারিখ পরিবর্তন করতে সম্মত হননি আদালত। এর পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা আদালত কক্ষে হইচই শুরু করেন। একপর্যায়ে বিচারকরা এজলাস কক্ষ ত্যাগ করেন। ফের ১১টা ৩০ মিনিটে আদালত বসলে জয়নুল আবেদীন শুনানি করতে চান। কিন্তু আদালত তাতে সায় দেননি। এর মধ্যে হট্টগোলের কারণে অন্য মামলার শুনানিও ব্যাহত হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরাএজলাস কক্ষে খালেদা জিয়ার জামিনের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। পরে আপিল বিভাগের বিচার কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা সোয়া ১টার দিকে এজলাস কক্ষ ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ। পরে আইনজীবীরাও বের হয়ে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status