সাউথ এশিয়ান গেমস- ২০১৯

আর্চারিতে তৃতীয় সোনা জিতলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, কাঠামান্ডু (নেপাল) থেকে

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১২:৩৪ অপরাহ্ন

সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস ) আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছেন রোমান সানা ও ইতি খাতুন। পোখারায় জাতীয় আর্চারি মাঠে ৬-২ ব্যবধানে ভুটানকে হারায় বাংলাদেশ।
আর্চারিতে এ নিয়ে তৃতীয় সোনা জিতলো বাংলাদেশ। এর আগে ছেলে ও মেয়েদের রিকার্ভে দলগত ইভেন্টে স্বর্ণপদক আসে। আর দুই ক্ষেত্রেই বাংলাদেশ ফাইনালে হারায় শ্রীলঙ্কাকে। সকালে রোমান সানা, তামিমুল হক ও হাকিম আবদুল্লাহ রুবেলের হাত ধরে অষ্টম সোনা জিতে বাংলাদশে। ফাইনালে তারা শ্রীলঙ্কাকে ৫-৩ সেটে হারায়। আর এরপর মেয়েরা লঙ্কানদের ৬-০ সেটে হারিয়ে দেশকে নবম স্বর্ণ এনে দেন। ৭ ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট সংগ্রহে ছিল ৭টি স্বর্ণ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status