বিশ্বজমিন

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

সীমান্তের ৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত

মানবজমিন ডেস্ক

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১০:১৬ পূর্বাহ্ন

অনুপ্রবেশ প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৮২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সীমান্তে পড়েছে তিনটি জেলা। তা হলো পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণা। অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়ে লিখেছে, নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছে তখন এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রিপোর্টে বলা হয়েছে, সীমান্তের ওই তিনটি জেলায় ৮২ কিলোমিটার এলাকাকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দা শাখা অনুপ্রবেশ-প্রবণ এলাকা হিসেবে সনাক্ত করেছে। উত্তর ২৪ পরগণা জেলায় জমি অধিগ্রহণের জন্য এরই মধ্যে ৮৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জেলার সঙ্গে বাংলাদেশের রয়েছে প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত।

ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবনা এরই মধ্যে গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ। বরাদ্দের প্রথম দফার অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে উত্তর ২৪ পরগণা জিলা পরিষদে। তবে জমি অধিগ্রহণে রাজ্য সরকারের নীতি অনুসরণ করা হবে। জমির মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে তা হস্তান্তর করা হবে বিএসএফের কাছে। কাজ সম্পন্ন করবে কেন্দ্রীয় সরকার। রিপোর্টে আরো বলা হয়েছে, উত্তর ২৪ পরগণার প্রায় ৩১ কিলোমিটার সীমান্তে কোনো বেড়া নেই। বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, এই সুযোগ নিচ্ছে অনুপ্রবেশকারীরা। এ ছাড়া এই জেলায় রয়েছে ১৬৫ কিলোমিটার জলাভূমিযুক্ত সীমান্ত। ওদিকে বাংলাদেশের সঙ্গে প্রায় ৯১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে দক্ষিণবঙ্গের। তার মধ্যে ৫৪৪ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status