দেশ বিদেশ

বাংলাদেশ দূতের পরিচয়পত্র পেশ

শেখ হাসিনার নেতৃত্ব-গুণের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

কূটনৈতিক রিপোর্টার

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৯:২৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব-গুণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুঁতেরেস। বৈশ্বিক শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি সেনাদের সুনাম ও পেশাদারিত্বের অবদানের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন মহাসচিব। শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতেমার পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে মহাসচিব এ মন্তব্য করেন। অ্যান্তোনিও গুঁতেরেস গত সপ্তাহে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫)- চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। শনিবার বাংলাদেশ দূতাবাস জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের ১৫তম স্থায়ী প্রতিনিধি হিসেবে মহাসচিবের কাছে তার পরিচয়পত্র পেশ করলেন। মিজ ফাতেমা এর আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ দূতের পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ও মিনিস্টার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status