খেলা

ইন্টার মিলান ০-০ রোমা

‘ব্ল্যাক ফ্রাইডে’ শিরোনামে উত্তপ্ত ফুটবল অঙ্গন

স্পোর্টস ডেস্ক

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

বর্ণবাদী শিরোনামে আলোচনায় ইন্টার মিলান-এএস রোমা ম্যাচ। ইতালিয়ান সিরি আ লীগে গত শুক্রবার ম্যাচটিতে গোলশূন্য ড্র করে দু’দল। তবে আগের দিন ইতালির শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক কুরিয়ার দেলো স্পোর্ত ম্যাচের প্রিভিউয়ে প্রথম পাতায় শিরোনাম লেখে ‘ব্ল্যাক ফ্রাইডে’। এটা নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায় ফুটবল অঙ্গনে। নেতিবাচক শিরোনামের সঙ্গে দেলো স্পোর্ত ব্যবহার করে ইন্টারের রোমেলু লুকাকু ও রোমার ক্রিস স্মলিংয়ের ছবি। দুজনই কৃষ্ণাঙ্গ ফুটবলার। বেলজিক ফুটবলার লুকাকু বলেন, ‘কুরিয়ার দেলো স্পোর্ত দুই দলের দ্বৈরথকে আড়াল করলো একটা কদাকার শিরোনামে। এমন শিরোনাম আমি জীবনে দেখিনি। সুন্দর খেলা ফুটবল রেখে আপনারা বর্ণবাদ আর নেতিবাচক দিকগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।’

কুরিয়ার দেলো স্পোর্তের শিরোনামে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য ক্রীড়া সংবাদিকরা। এমনকি ইন্টারের নগর প্রতিপক্ষ এসি মিলানও ক্ষোভ ঝারে দেলো স্পোর্তের ওপর। এক যৌথ বিবৃতিতে এসি মিলান ও রোমা জানায়, ‘চলতি বছরে দেলো স্পোর্তের সঙ্গে আর কাজ করছি না আমরা। ওরা আমাদের কোনো ট্রেনিং ফ্যাসিলিটিজ পাবে না। আমাদের কোনো খেলোয়াড়ও তাদের সঙ্গে মিডিয়া কার্যক্রমে জড়াবে না। উভয় ক্লাবই আগামী জানুয়ারি পর্যন্ত কোরিয়ে দেলো স্পোর্তকে নিষিদ্ধ করা হলো।’

লুকাকু চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দিয়েছেন ইন্টারে। আর স্ম্যলিং ধারে খেলছেন রোমাতে। শুক্রবার ম্যানইউর সংবাদ সম্মেলনেও উত্থাপিত হয় বিষয়টি। রেড ডেভিলদের কোচ ওলে গানার সুলশার বলেন, ‘শিরোনামটা দেখে আপনি বললেন, ‘ওমা, তাই নাকি? এটা কি সম্ভব?’ নিঃসন্দেহে আমার দেখা কোনো ক্রীড়া পত্রিকার সবচেয়ে বাজে প্রথম পাতা। ক্রিস ও লুকাকুর প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।’

কুরিয়ার দেলো স্পোর্ত অবশ্য নিজেদের নির্দোষ দাবী করছে। একটু বৈচিত্র আনতেই নাকি এটা করেছিল তারা। আর রোমার চিফ অপারেটিং অফিসার ফ্রান্সিসকো কালভো এ মন্তব্যকে পুরোপুরি বর্ণবাদী বলেননি। তবে দেলো স্পোর্তকে সতর্ক করে বলেছেন, ‘ভবিষ্যতে শিরোনাম লেখার আগে আরো সতর্ক হওয়া উচিত তাদের। যেন কারো অনুভূতিতে আঘাত না লাগে।’

ঘরের মাঠে রোমার সঙ্গে ড্র করেও সিরি আ লীগের শীর্ষে আছে ইন্টার মিলান। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status