বাংলারজমিন

নোটিশেও সরছে না অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন হায়দরাবাদ মৌজার খাস খতিয়ানের খাল দখল করে নির্মাণাধীন পাকা ভবন সরিয়ে নিতে মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) নোটিশ দিলেও তা তিনমাসেও কার্যকর হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খালের জায়গায় পাকা ভবনের মার্কেট নির্মাণ করে যাচ্ছে দখলদাররা। নির্মাণাধীন ওই ভবনের ছাদের অংশ দিয়ে আবার হায়দরাবাদ কলেজের নিজস্ব জায়গার সড়ক এবং প্রবেশমুখও দখল করে ফেলছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলাও করেছেন। এদিকে মুরাদনগরের সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল গত ২রা সেপ্টেম্বর ওই এলাকার কাজল, মো. বাদল, ফারুক, স্বপন, জাহিদ ও আবু সাঈদকে সরকারি ভূমি হতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দিলেও দখলদাররা ভূমি কর্মকর্তার নোটিশের তোয়াক্কা না করে গত তিন মাস ধরে অবৈধ স্থাপনার নির্মাণকাজ অব্যাহত রেখেছে। এবিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) বলেন, খাস খতিয়ানের ওই সরকারি জায়গা উদ্ধারের নিমিত্তে উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। এক্ষেত্রে দখলদার যে-ই হোক তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। এদিকে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর অপসারণের বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) বরাবর তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status