বিনোদন

উচ্ছ্বসিত তিশা

স্টাফ রিপোর্টার

৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:০৫ পূর্বাহ্ন

চলতি বছর এখন পর্যন্ত মডেল-অভিনেত্রী তানজিন তিশা প্রায় ৬০টি নাটকে অভিনয় করেছেন। এ নাটকগুলোর মধ্যে তিনটি ইউটিউবে ভিউয়ের দিক থেকে এগিয়ে আছে বলে জানান তিনি। নাটকগুলো হলো ‘এক্স বয়ফ্রেন্ড, ‘এক্স গার্লফ্রেন্ড, ও ‘অবুঝ দিনের গল্প’। এই তিনটি নাটকই আলাদা করে এক কোটিবারেরও বেশি দর্শক উপভোগ করেছেন। উচ্ছ্বসিত তিশা বলেন, দর্শকের জন্যই কাজ করি। দর্শকের কাছ থেকে সাড়া পেলে কাজ করার জন্য আরো বেশি ইচ্ছে করে। আমি ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করছি ভালো কিছু কাজ করার জন্য। দর্শক শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। দর্শকের ভালোবাসা পাওয়ার আনন্দ প্রকাশ করার মতো নয়। আমাকে আরো ভালো কাজে উৎসাহিত করেছেন আমার তিন নাটকের এই কোটি দর্শকেরা। এ অভিনেত্রী এরইমধ্যে আসছে নতুন বছরের জন্যও কাজ শুরু করেছেন। গেল শুক্রবার নির্মাতা নাজমুল রনির দুটি নাটকের শুটিং শেষ করেন তিনি। দুটি নাটকে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে। চলতি বছরে তিশা অভিনীত নাটকগুলোর বেশির ভাগ অভিনেতা আফরান নিশো ও অপূর্বর বিপরীতে? এর কারণ কি? নাটকে নায়ক নির্বাচনে কি তিশার কোনো ভূমিকা থাকে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নায়ক নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই। তবে এটি সত্যি এ দুজন নায়কের বিপরীতে আমার নাটকগুলো দর্শক বেশি পছন্দ করছেন। নির্মাতারা হয়তো সেই কারণে আমার সঙ্গে অপূর্ব ও নিশোকে ভাবেন। ছোটপর্দার কাজের বাইরে ক্যারিয়ারের শুরু থেকে তিশার বড় পর্দায় কাজ করার বিষয়টি আলোচনায় থেকেছে। কিন্তু এখন পর্যন্ত এ অভিনেত্রীকে বড়পর্দায় দেখা যায়নি। চলচ্চিত্র নিয়ে তিশার ভাবনা কি? তার ভাষ্য, চলচ্চিত্রে আমি কাজ করতে চাই। কিন্তু যেমন-তেমন কোনো চরিত্র নিয়ে দর্শকের সামনে আসার ইচ্ছে নেই। আমি প্রায়ই চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি। কাজ করার জন্য মনের মতো এখনো তেমন কোনো গল্প-চরিত্র হাতে আসেনি। সেই রকম পেলে অবশ্যই দর্শক আমাকে বড় পর্দায় দেখবেন। এদিকে চলতি বছরে শেষ সময়ে শোবিজে অনেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। তিশা তার বিয়ে প্রসঙ্গে বলেন, এখনই বিয়ে করার পরিকল্পনা নেই। আমার পরিবারও বিয়ের বিষয়ে তাগাদা দিচ্ছেন না। তারা দেখছেন যে অভিনয় ক্যারিয়ার নিয়ে আমি অনেক ব্যস্ত আছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status