বাংলারজমিন

ছাতকে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৩১ পূর্বাহ্ন

ছাতকে জাউয়া বাজার ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প কাজ বাস্তবায়নের লক্ষ্যে পিআইসি গঠনের উদ্দেশে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাওর রক্ষা প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং ছাতক উপজেলা কমিটি’র উদ্যোগে জাউয়া বাজার ইউনিয়নের বানায়ত গ্রামের আল-মামুন শাহিনের বাড়িতে এ গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে গ্রামের আছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত  গণশুনানি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ভানুজয় দাস, জাউয়া ইউপি সদস্য আঙ্গুর মিয়া, আবদুল কুদ্দুছ সুমন, ছাতক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, মুক্তিযোদ্ধা রেজন আলী, বড়কাঁপন আটগ্রাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন শাহিন, দলিল লিখক কাজী হাবিবুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status