বাংলারজমিন

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর সম্মেলন নিয়ে বিভক্ত বিএনপি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:৩১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন আজ। একই দিনে অনুষ্ঠিত হলেও এই দুটি ইউনিটের সম্মেলনের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, বর্তমান কমিটির আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের নেতৃত্বে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটির উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলা ও  পৌর কমিটির সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা থেকে প্রায় ৮ কি.মি. দূরত্বে শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে। এ কলেজটির প্রতিষ্ঠাতা বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল হান্নান। এ অংশের নেপথ্য নেতৃত্বে রয়েছেন তিনি। অন্যদিকে, যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়েছে। তারাও উপজেলা ও পৌর কমিটির গঠনের উদ্দেশে সম্মেলনের ঘোষণা দিয়েছে। এ সম্মেলনটি হবে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ব্যাংকিং বিষয়ক সম্পাদক হারুনুর রশিদের বাড়ির প্রাঙ্গণে। এ অংশের নেপথ্যে  নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, গত প্রায় চার মাস পূর্বে জেলা কমিটির তত্ত্বাবধানে উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে শরীফ মোহাম্মদ ইউনুছকে আহবায়ক ও অপর ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর যুগ্ম আহবায়কগণ দ্বিধাবিভক্ত হয়ে সমানতালে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছে। এর ৬ জন রয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদের নেতৃত্বে। অপর ৪ জন রয়েছেন আব্দুল হান্নান এর নেতৃত্বে। এ বিষয়ে জানার জন্য চাঁদপুর জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও আব্দুল হান্নান, ফরিদগঞ্জ উপজেলা কমিটির বর্তমান আহবায়ক শরিফ মোহাম্মদ ইউনুছের মুঠোফনে একাধিকবার কল করলেও কেউ রিসিভ করেননি। তবে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেছেন, আমাদের সম্মেলন হবে হারুন সাহেবের বাড়িতে। কারা সঠিক তা প্রমাণ হয়ে যাবে। আমরা গ্রামে গ্রামে ঘুরে সাংগঠনিকভাবেই ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছি। অন্যদিকে, তারা সাংগঠনিক নিয়মে কমিটি করেনি। চাঁদপুর শহরে বসে তালিকা করে কমিটি ঘোষণা দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status