বাংলারজমিন

পাকুন্দিয়া আওয়ামী লীগের বর্ধিত সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

দীর্ঘ ১৯ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। পাকুন্দিয়া সরকারি কলেজ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে দুপুর ১২টার দিকে বর্ধিত সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এএফএম ওবায়দুল্লাহ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শামছুদ্দোহা ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর প্রমুখ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রথমে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড থেকে কমপক্ষে দুইশ সদস্য সংগ্রহ করতে হবে। সদস্য সংগ্রহ শেষে ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হবে। ওয়ার্ড কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটিগুলো গঠন করতে হবে। ইউনিয়ন কমিটি গঠন শেষ হলে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। সভায় অ্যাডভোকেট এএফএম ওবায়দুল্লাহকে আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়। ২০১৩ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status