বাংলারজমিন

দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত: শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৭:৪৫ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকদের সার আনতে গিয়ে জীবন দিতে হয়েছে। আওয়ামী লীগ সরকার কৃষকদের দৌরগোড়ায় বিনামূল্যে সার ও বীজ পৌঁছে দিচ্ছে। দেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ। নিজেদের চাহিদা পূরণ করে আমরা বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছি। শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাড়ে ১৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন। তিনি বলেন, ভোলা হবে শিল্প নগরী। শিগগিরই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ শুরু করা হবে। ২০২৫ সালের মধ্যে ব্রিজটির কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। তখন ভোলার মানুষ সরাসরি রাজধানী ঢাকার সাথে দ্রুত যোগাযোগ রক্ষা করতে পারবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার এএসএম শাহীন আহসান প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status