বিনোদন

নুসরাতকে উৎসর্গ করে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ১৩ই ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৯ পূর্বাহ্ন

নুসরাত জাহান রাফির নামে উৎসর্গকৃত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১৩ই ডিসেম্বর সকাল ১১ টায় প্রচার হবে এটিএন বাংলায়। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিজয়ী দলসমূহকে ট্রফি, ক্রেস্ট, সনদপত্রসহ নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার স্লোগান হচ্ছে ‘সাহসিকা নুসরাত তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’। প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নিয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, নিপীড়ন বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নুসরাত সোনাগাজীর যে মাদ্রাসায় পড়তো, সে মাদ্রাসার নামকরণ তার নামে করা হোক এবং নুসরাতের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে একটি দিবস পালন করা হোক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status