বিশ্বজমিন

জারদারির স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠন

মানবজমিন ডেস্ক

৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫২ অপরাহ্ন

সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জামিন আবেদনের প্রেক্ষিতে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য একটি বোর্ড গঠন করেছে ইসলামাবাদ হাই কোর্ট। এই কমিটিতে থাকবেন পাকিস্তান ইন্সটিটিউউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এর চিকিৎসক ও জারদারির ব্যক্তিগত চিকিৎসকরা। অসুস্থতার প্রেক্ষাপটে সাবেক এই প্রেসিডেন্টের জামিন আবেদনের শুনানিতে এই কমিটি গঠন করে আদালত। প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি আমির ফারুকের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়। আদালত এ সময় আগামী ১১ই ডিসেম্বরে মেডিকেল বোর্ডের কাছে রিপোর্ট চেয়েছেন। ওইদিনই একই রকম জামিন আবেদনের শুনানি শুরু হওয়ার কথা রযেছে। ভুয়া ব্যাংক একাউন্ট মামলায় দ্বিতীয় জামিন আবেদন করেছেন জারদারির বোন ফারিয়াল তালপুর। বুধবার আদালত জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোকে (এনএবি) এই জামিন আবেদনের প্রতিটি প্যারা অনুযায়ী জবাব দিতে নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
বুধবারের শুনানিতে আদালতে সাবেক প্রেসিডেন্ট জারদারির পক্ষে আইনী লড়াই করেন এডভোটেক ফারুক এইচ নায়েক। তিনি যুক্তি তুলে ধরে বলেন, সাবেক প্রেসিডেন্ট বহুবিধ জটিল রোগে আক্রান্ত। তিনি একজন হৃদরোগী। তার হার্টে তিনটি রিং পরানো। তার বুকে রয়েছে হল্টার মনিটর, যাতে চিকিৎসকরা তার হার্টের সার্বিক অবস্থা মনিটরিং করতে পারেন। তার হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন সরবরাহ নেই। এ ছাড়া জারদারি আরো জটিল অনেক রোগে আক্রান্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status