বাংলারজমিন

‘পরিবেশ বিনষ্টের মহড়া চলতে দেয়া হবে না, বিকল্প কর্মসংস্থানে জড়াতে হবে’

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,জাফলংসহ সবকটি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বুধবার দুপুর ১২টায় জাফলংয়ে এনআরবি ব্যাংক জাফলং শাখার উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাফলং শাখার ব্যবস্থাপক ফেরদৌস করিমের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক জাবেদ কাদেরর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংককের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি),ভাইস চেয়ারম্যান থাতাইয়ামা কবির,পরিচালক জাহিদ ইকবাল,আমিনুর রশিদ খান,সাব্বির আহমদ চৌধুরী,ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন,সিআইপি কাজী হাবিব,হেড অব বিজনেস অলি আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল,গোয়াইনঘাট সরকারি কলেজের অধক্ষ ফজলুল হক,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার নজরুল ইসলাম,গোয়াইনঘাটের উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম,থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,যুগ্ম সম্পাদক সামসুল আলম,সহসভাপতি গোলাপ মিয়া,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ব্যবসায়ী জালাল উদ্দিন,সরোয়ার হোসেন ছেদু,ইলিয়াছ উদ্দিন লিপু,জাকির খান,আব্দুর রহিম খান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status