এক্সক্লুসিভ

শওকত মাহমুদসহ বিএনপি’র ১৪ নেতার আগাম জামিন

স্টাফ রিপোর্টার

৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:১৩ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ বিএনপি- ছাত্রদলের ১৪ নেতার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল  বারী বাবু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্য নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল-আমিন। এর আগে গত মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা জামিন আবেদন করেন। এর আগে গত ২৮শে নভেম্বর একই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।
গত ২৬শে নভেম্বর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা হাইকোর্টে মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের নাম উল্লেখ করে ও বাকীদেরকে অজ্ঞাত করে ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status