বাংলারজমিন

জীবন বাঁচানোর আকুতি নুর হোসেনের

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৮:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জীবন বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছেন অসহায় নুর হোসেন প্রধান (৪৮)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরপাড় গ্রামের ছেলে। তিনি অবৈতনিকভাবে শিক্ষকতা পেশায় থাকাকালীন ১৯৯৮ সালে কঠিন রোগে আক্রান্ত হলে চাকরি ছেড়ে দেন। পরে ঢাকা পিজি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলে রিপোর্টে এনকাইলোজিং স্পনডাইলিটিস (বড় জোড়ার প্রদাহ) রোগ ধরা পড়ে। এতে করে অদ্যাবধি তার চলাফেরা, উঠাবসায় সমস্যা, দাঁড়িয়ে প্রস্রাব-পায়খানা করছেন এবং নামাজ আদায়ে রুকু-সিজদা করতে পারছেন না। এত কষ্টের মাঝেও সংস্থা থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বাড়ির বারান্দায় একটি ছোট্ট মুদির দোকান দিয়ে তার সামান্য আয়ে দুই ছেলের স্কুল-কলেজের লেখাপড়ার খরচ চালিয়ে সংসার চালাচ্ছেন এবং দীর্ঘদিনের এই ব্যাধিতে ইতিমধ্যে ঢাকার পিজি হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। কিন্তু রোগ থেকে মুক্তি না পেয়ে পরিবার নিয়ে অসহায় দিনযাপন করছেন। এদিকে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় দিনদিন মরণপথে হাঁটছেন তিনি। সর্বশেষ ঢাকা কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক কাজী শহীদুল আলমের নিকট চিকিৎসা নিতে গেলে তিনি অতিসত্বর ভারতের ভেলোর/সিএমসি/এ্যাপোলো হাসপাতাল কিংবা আমেরিকার উন্নত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এতে তার চিকিৎসার ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা। যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা কোনোক্রমেই সম্ভব নয়। তাই নিজে সুস্থভাবে বাঁচতে এবং পরিবার-পরিজন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন। অসহায় নুর হোসেনকে সাহায্য পাঠানোর ঠিকানা-০১৭৭৪৩০৩০৭৪ (বিকাশ-পারসোনাল)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status