সাউথ এশিয়ান গেমস- ২০১৯

এসএ গেমসে জয়ে শুরু করলো বাঘিনীরা

স্পোর্টস রিপোর্টার

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৩:৪১ পূর্বাহ্ন

সাউথ এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে জয়ে শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে পরাজিত করে বাংলার বাঘিনীরা।
১২৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন আয়েশা রহমান ও সানজিদা ইসলাম। আয়েশা করেন ২৯ রান। এরপরে নিগার সুলতানা ৬ করে ফিরে গেলে চতুর্থ উইকেট জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সানজিদা ও ফারজানা। সানজিদা ৪৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। আর ফারজানা করেন ১৮ বলে ২৩। ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশের সানজিদা ইসলাম।
এর আগে টসে জিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। লঙ্কান ওপেনার উমেশা থিমাশিনির অর্ধশতকে ১২৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। উমেশা ১৭তম ওভারে দলীয় ১১১ রানে ৫৬ করে ফিরে যান। আর সামারা করেন ৩৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা ৩২ রানে নেন ৪ উইকেট। আর জাহানারা আলম ২৩ রানে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
শ্রীলঙ্কা: ১২২/৬ (২০ ওভার) (উমেশা ৫৬, সামারা ৩২; নাহিদা ৪/৩২, ফারজানা ১/২৩)
বাংলাদেশ: ১২৬/৩ (১৮.৩ ওভার) (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*; থিমাসিনি ১/১৩, সেওয়ান্ধি ১/১৮)
ম্যাচসেরা: সানজিদা ইসলাম
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status