অনলাইন

শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১:১৮ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। গতকাল রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দুই যাত্রী শাহজালালে পৌঁছান। ঢাকা কাস্টমস্ হাউসের প্রিভেনটিভ টিম স্বর্ণগুলো জব্দ করেন।    

কাস্টম হাউস সূত্র জানায়, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে  প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। তারা নজরদারী করতে থাকে। এ সময় গ্রীণ চ্যানেলে নজরদারী ও তল্লাশির একপর্যায়ে রাত ১১ টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আগত যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্জ করা হয়।

তাকে তল্লাশি করা হলে ব্যাগপ্যাক থেকে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের সর্বমোট ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status