বিশ্বজমিন

চীন-রাশিয়া ঐতিহাসিক গ্যাসপাইপলাইন চালু

মানবজমিন ডেস্ক

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

ঐতিহাসিকভাবে সংযুক্ত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারা একটি ‘জায়ান্ট গ্যাস পাইপলাইনের’ মাধ্যমে দুই দেশকে প্রথমবারের মতো সংযুক্ত করেছেন। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে চীনে যাবে গ্যাস। এমন উদ্যোগকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন পুতিন। এই দুই নেতা তিনটি বড় প্রকল্প স্বাক্ষর করেছেন। তার মধ্যে গ্যাস পাইপলাইন অন্যতম। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ গ্যাস রপ্তানিকারক হিসেবে মস্কো তার ভূমিকাকে সুদৃঢ় করছে। ভিডিও লিঙ্কের মাধ্যমে পুতিন-জিনপিং আনুষ্ঠানিকভাবে চালু করেন ওই গ্যাস পাইপলাইন । এ সময় তারা সহযোগিতার প্রতীক হিসেবে এই পাইপলাইনকে ‘পাওয়ার অব সাইবেরিয়া’ হিসেবে আখ্যায়িত করেন। ভ্লাদিমির পুতিন বলেন, এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সত্যিকার অর্থে এটি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য একটি ঐতিহাসিক ঘটনাই শুধু নয়। একই সঙ্গে আমাদের মধ্যে রাশিয়া ও চীনের জন্য এটা প্রথম উদ্যোগ। শি জিনপিং বলেন, এই প্রকল্প সহযোগিতার মডেল হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে। সবাই কঠোর পরিশ্রম করেছেন। কারণ, এ প্রকল্পের জন্য যারা কাজ করেছেন তারা খুব কঠোর শ্রম দিয়েছেন। এ সময় ভিডিওতে পাইপলাইন দেখানো হয়, যা সাইবেরিয়ার দুর্গম এলাকা দিয়ে চীন সীমান্তে প্রবেশ করেছে। রাশিয়ার গ্যাস জায়ান্ট প্রতিষ্ঠান বলে পরিচিত গ্যাজপ্রোম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার বক্তব্য রাখেন আমুর অঞ্চল থেকে। এ সময় শ্রমিকরা হর্ষধ্বনি দিয়ে, গান গেয়ে আনন্দ করেন।

এই গ্যাসপাইপ লাইনের দৈর্ঘ্য ৩০০০ কিলোমিটার। ২০২৫ সালে পুরোদমে সচল হবে এই লাইন। তখন এর মধ্য দিয়ে বছরে ৩৮০০ ঘনমিটার গ্যাস চীনকে সরবরাহ করা হবে রাশিয়া থেকে। ২০১৪ সালে ৪০০০০ কোটি ডলারের এই গ্যাসপাইপলাইনের চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও চীন। এর মেয়াদ ৩০ বছর। চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় রাশিয়া। তাদের সেই উদ্যোগের অংশ এই পাইপলাইন। একই সঙ্গে পশ্চিমা দুনিয়ার সঙ্গে এ দুটি দেশেরই সম্পর্কে শীতলতা আছে। সেক্ষেত্রে তারা একসঙ্গে সম্পর্কের উন্নতি করার মধ্য দিয়ে একটি নতুন শক্তি হয়ে উঠতে পারে।

গ্যাসপ্রোম বলেছে, এই পাইপলাইন অতিক্রম করেছে জলাভূমি, পাহাড়ি এলাকা, পাথরময় এলাকার মধ্য দিয়ে। অনেক স্থানে চরমভাবাপন্ন আবহাওয়া এমন এলাকার ভিতর দিয়ে অতিক্রম করেছে এই লাইন। যে রুটে এই পাইপলাইন গেছে সেখানে ইয়াকুতিয়াতে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়ামের নিচে। অন্যদিকে রাশিয়ার একেবারে পূর্বদিকে আমুর অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দুই দেশের মধ্যে প্রথম সড়ক ব্রিজও নির্মাণ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত হয়ে তারা আরো কাছাকাছি এসেছে। এই সড়ক সেতু আগামী বছর উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এই সেতু রাশিয়ার ব্লাগোভেশচেঙ্ক শহরকে চীনের উত্তরাঞ্চলীয় হেইহি শহরকে সংযুক্ত করবে।

ইউরোপে এখনও মূল গ্যাস সরবরাহকারী মস্কো। শিগগিরই তারা আরো দুটি পাইপলাইন চালু করার পরিকল্পনা করছে। ইউক্রেন হয়ে এই পাইপলাইন দিয়ে গ্যাস চলে যাবে ইউরোপে। ওই দুটি পাইপলাইন হলো তুর্কস্ট্রিম এবং নর্ড স্ট্রিম ২। বিশ্লেষকরা বলছেন, এই তিনটি প্রকল্প রাশিয়ার অর্থনীতি ও রাজনৈতিক সুবিধায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তারা এরই মধ্যে ইউরোপের বাজারের মাধ্যমে পশ্চিমাদের কাছে পণ্য সরবরাহ দিচ্ছে। অন্যদিকে পূর্বে চীনের কাছে তাদের বাজার বৃদ্ধি পাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status