অনলাইন

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩ বসতঘর ও ১৯ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:৩৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবাহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর ও ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটেছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজারে। খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের দু’টি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণিকভাবে তিনটি বসতঘর, মুদি দোকান, লাইব্রেরি, স্বর্ণালংকার দোকান, কাপড়ের দোকান, ঘড়ির দোকান, মোবাইল দোকানসহ ১৯টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা। রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হাসেম অগ্নিকান্ডের বিষয়ে নিশ্চিত করেছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status