খেলা

উইলিয়ামসন-টেইলের সেঞ্চুরিতে ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন

হ্যামিল্টন টেস্ট জিতে সিরিজে সমতা আনার আশায় ছিল ইংল্যান্ড। সেটি হতে দিলেন না উইলিয়ামসন ও রস টেইলর। দুজনই সেঞ্চুরি তুলে নেন পঞ্চম দিনে। তাতে হ্যামিল্টন টেস্টে ড্র নিয়ে মাঠ ছাড়লো নিউজিল্যান্ড। অবশ্য বৃষ্টিরও খানিকটা সহায়তা পেয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ৭৫ ওভারে ২৪১/২ তোলার পর স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে বৃষ্টি নামে। দুই ঘন্টা অপেক্ষা করে আম্পায়ারা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। উইলিয়ামসন ১০৪ ও টেইলর ১০৫ রানে অপরাজিত থাকেন।
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। তাতে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো কিউইরা।
৯৬/২ নিয়ে আজ (মঙ্গলবার) পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ইংলিশ অধিনায়ক জো রুটকে চার মেরে ২১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। এক ওভার পর রুটকে ছক্কা হাঁকিয়ে ১৯তম টেস্ট শতক তুলে নেন রস টেইলর। ১৮৬ বলে ১১ চার ও দুই ছক্কায় ১০৫ রানের ইনিংসটি সাজান টেইলর। উইলয়ামসন ২৩৪ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকান ১১টি।
প্রথম ইনিংসে টম ল্যাথামের শতকে ৩৭৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে জো রুটের দ্বিশতক ও ররি বার্নসের সেঞ্চুরিতে ৪৭৬ রান তোলে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩৭৫ ও ২৪১/২
ইংল্যান্ড: ৪৭৬
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: জো রুট (ইংল্যান্ড)
সিরিজসেরা: নিল ওয়াগনার (নিউজিল্যান্ড)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status