বাংলারজমিন

নবীগঞ্জে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি গঠন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৬শে নভেম্বর বিভিন্ন পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রদীপ রঞ্জন দাশ, নির্বাচন কমিশনার আশরাফুল আলম ও নির্বাচন কমিশনার মো. তোফাজ্জল হক। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৪টি পদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির বিজয়ী সদস্যরা হলেন, সভাপতি পদে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন মিয়া, সহসভাপতি একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কোবাদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাদামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  একে এম শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে দিনারপুর উচ্চ বিদ্যালয়েল সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক পদে আউশকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ পদে শাহ তাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়েল সহকারী শিক্ষক শিলাপদ দাশ, সহ কোষাধ্যক্ষ রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আযাদুর রহমান, প্রচার সম্পাদক গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন, সহ প্রচার সম্পাদক দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক, দপ্তর সম্পাদক হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর আহমদ আতিক, সহ দপ্তর সম্পাদক ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status