খেলা

বয়স লুকিয়ে ধরা, নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৫:৩৩ পূর্বাহ্ন

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে যখন নথিভুক্ত হন প্রিন্স রাম নিবাস যাদব, তখন সবাই জানতো তার বয়স ১৮। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যাচাই প্রক্রিয়ায় বেরিয়ে আসে ৫ বছর লুকিয়েছেন যাদব। মিথ্যা লুকাতে বেশ কয়েকবার নকল জন্মসনদও বানান তিনি। কারচুপির দায়ে যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই। নিষেধাজ্ঞার ফলে দিল্লির এই ক্রিকেটার ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে বিসিসিআই আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতে পারবেন না।

জন্ম নিবন্ধনের কাগজপত্রে যাদবের জন্ম তারিখ দেখানো হয় ১২ই ডিসেম্বর ২০০১। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নির্বাচন করতে গিয়ে ক্রিকেটারদের তথ্য-উপাত্তের সত্যতা যাচাই করে বিসিসিআই। যাতে বেরিয়ে আসে স্কুল সার্টিফিকেটে প্রিন্স রাম নিবাস যাদবের জন্ম তারিখ ১০ই জুন ১৯৯৬। দিল্লি ক্রিকেট বোর্ডের (ডিডিসিএ) এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটা সত্য। আমরা বিসিসিআই এর কাছ থেকে নোটিস পেয়েছি। প্রিন্স যাদব নামের ক্রিকেটারের বয়স চুরির অভিযোগ পাওয়া গেছে। বিসিসিআই খুঁজে পেয়েছে এই ছেলে ক্লাস টেন পাশ করেছে ২০১২ সালে, জন্মেছে ১৯৯৬ সালের ১০ জুনে।’

উপমহাদেশের ক্রিকেটারদের বয়স চুরি নতুন কিছু নয়। কিছুদিন আগে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর বয়স নিয়ে প্রশ্ন ওঠে। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার আত্মজীবনীতে লেখেন ৩ বছর লুকিয়েছেন তিনি। টেস্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হাসান রাজও বয়স কারচুপির কথা স্বীকার করেছেন। এছাড়া আফগান লেগস্পিনার রশিদ খানের প্রকৃত বয়স নিয়েও বিতর্ক আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status