দেশ বিদেশ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনেক সম্ভাবনা: সাফা প্রেসিডেন্ট

অর্থনৈতিক রিপোর্টার

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট জগন মোহন রাও। গতকাল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ ও করপোরেট সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাওরান বাজারের সিএ ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় আইসিএবির পর্ষদ সদস্য মো. হ?ুমায়ূন কবিরসহ ভারত, পাকিন্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সাফার প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীনের মতো বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশ। বিশাল অভ্যন্তরীণ বাজার, তুলনামূলক সস্তা শ্রম, সমৃদ্ধ বন্দর, দীর্ঘমেয়াদি করছাড়, এক শ’র বেশি অর্থনৈতিক অঞ্চল গঠন এবং আঞ্চলিক বাজারগুলোতে সহজে প্রবেশাধিকারের কারণে বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে বড় বড় প্রকল্পে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ আছে বলে মন্তব্য করেন সাফা সভাপতি। তিনি বলেন, দেশের মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশ আয় তৈরি পোশাক খাত থেকে আসে। পোশাকের পাশাপাশি রপ্তানিতে পণ্য বহুমুখীকরণের তাগিদ দেন তিনি। আইসিএবির সভাপতি এ এফ নেছারউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার বিভিন্ন প্রণোদনা প্রদান করছে। যেমন বিনিয়োগকারীরা মুনাফা ও মূলধন ফিরিয়ে নিতে পারেন। তিনি বলেন, বড় ধরনের প্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ প্রস্তুত। তাই বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। তিনি বলেন, ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় কয়েক ধাপ এগিয়েছে। তাই এখানে শিল্প ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের সুযোগ আছে। আমরা উদ্যোক্তাদেরকে গুনগত ভাল সেবা প্রদানে কাজ করে যাচ্ছি। সামগ্রিক ব্যবসা পরিবেশ উন্নয়নে, করপোরেট সুশাসনে চার্টার্ড একাউন্ট্যান্টরা দক্ষতা ও মেধা দিয়ে সরকারকে সহযোগিতা করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status