বাংলারজমিন

যুদ্ধবিমান থেকে ফুয়েল ট্যাংক পড়লো গফরগাঁওয়ে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজি ৯৪৫ নামক যুদ্ধবিমান থেকে দুটি ফুয়েল ট্যাংক মাটিতে পড়ার ঘটনা ঘটেছে। যুদ্ধ বিমান এফটি সেভেন বিজি ৯৪৫ নিরাপদে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। গতকাল দুপুরে উপজেলার পাগলা থানার গয়েশপুর বাজার এলাকায় এবং বড়বড়াই গ্রামের ধান ক্ষেতে চলন্ত বিমান থেকে ফুয়েল ট্যাংক দুইটি মাটিতে পড়ে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফুয়েল ট্যাংক দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ফুয়েল ট্যাংক দুইটি ১৫ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট ব্যাসের। বড়বড়াই গ্রামের বাসিন্দা গোলাপ সরকার জানান, দুপুর ২টা ২০ মিনিটে এই এলাকার আকাশ পথ দিয়ে একটি বিমান উড়ে যাওয়ার সময় অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো দেখতে একটি বস্তু গয়েশপুর বাজারের বটতলা এলাকায় অপরটি বাজার থেকে প্রায় আড়াইশ’ মিটার দূরে বড়বড়াই গ্রামের মিজানুর রহমান হেলালের ধানক্ষেতে পড়ে। স্থানীয় পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী জানান, চলন্ত বিমান থেকে এ ধরনের বস্তু ফেলার ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক দেখা দেয়। এলাকাবাসী বস্তু দুটিকে রকেট লাঞ্চার ভেবে বিস্ফোরণ হওয়ার আশংকায় নিরাপদ দূরত্বে চলে যায়। পাগলা থানার ওসি (তদন্ত) ফায়েজুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনী ও সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজি ৯৪৫ নামক যুদ্ধ বিমানটি বিমান বাহিনীর কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং গয়েশপুর বাজার এলাকায় যান্ত্রিক সমস্যার কারণে বিমানটির বাম ও ডান পার্শ্বের ফুয়েল ট্যাংক দুইটি পড়ে যায়। পরে বিমানটি কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status