বাংলারজমিন

মাধবপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর থেকে হালুয়াপাড়া, গোপালপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এক্তারপুর পর্যন্ত বাইপাস রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে এলাকাবাসী। শনিবার সকাল থেকে এক্তারপুর, মিঠাপুকুরসহ কয়েকটি গ্রামের শতাধিক লোকজন কোদাল ও উড়া(টুকরি)সহ রাস্তা মেরামত কাজে অংশগ্রহণ করেন। শনিবার ভোর থেকে লোকজন নিজ উদ্যাগে মাটি কাটা ও ভাঙা অংশ মেরামত করেন। সরজমিনে দেখা যায় এক্তারপুর, মিঠাপুকুর এলাকার যুবক ও বৃদ্ধরা পর্যন্ত মাটি কাটার কাজ করেন।
এক্তারপুর গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র আব্দুল্লাহ আল মামুন জানান, মাধবপুর সদর থেকে হালুয়াপাড়া গোপালপুর হয়ে মিঠাপুকুর গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটি এক্তারপুর পর্যন্ত যুক্ত হয়েছে এটি নির্মাণ করা হলে ১০/১২টি গ্রামের লোকজনের সুবিধা হবে। তাছাড়া ধর্মঘর, হরষপুর, এক্তারপুর, মিঠাপুকুর গ্রামের লোকজন মনতলা, চৌমুহনী হয়ে হরষপুর যেতে হবে না। এতে করে সময় অনেক বেঁচে যাবে। বর্ষার সময় রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। এতে করে শুকনো মৌসুমে চলাচলের উপযোগী থাকে না। সরকারিভাবে রাস্তাটি কার্পেটিং করা হলে বেশ কয়েকটি গ্রামের লোকজন সহজে মাধবপুর উপজেলা সদরে যেতে পারবে। এক্তারপুর গ্রামের হাজী আলাউদ্দিন সরদার জানান, ১০/১২ বছর পূর্বে এক্তারপুর, মিঠাপুকুর, হরষপুর, হালুয়াপাড়া, গোপালপুর গ্রামের লোকজন নিজেরা কোদাল, উড়া নিয়ে মাটি কেটে এ রাস্তাটি নির্মাণ করেছিল। পরবর্তীতে রাস্তায় সরকারিভাবে কিছু উন্নয়ন হয়েছে। সরকারিভাবে কয়েকটি ব্রিজও নির্মাণ করা হয়। হালুয়াপাড়া-গোপালপুর সংযোগস্থল হতে মহাসড়ক পর্যন্ত ইট সলিং করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাস্তাটি এখন পর্যন্ত কার্পেটিং করা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status